করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার দাবিতে রাজধানীর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে রাসেল স্কয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা পৌনে ১টার দিকে পরীক্ষার রুটিন জানতে পেরে শিক্ষাার্থীরা সড়ক ছেড়ে চলে যান।
শেরেবাংলা নগর থানার এসআই নিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় দেশের সব স্কুল, কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক চূড়ান্ত বর্ষের ছয়টি বিষয়ে পরীক্ষা নেওয়ার পর তিনটি বিষয়ের পরীক্ষা আটকে যায়। ফলে বিড়ম্বনার মধ্যে পড়েছেন শিক্ষার্থীরা।
সিদ্ধেশ্বরী কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী সিজন আনাম বলেন, আমরা এরই মধ্যে সেশনজটের মধ্যে পড়েছি। চলমান পরীক্ষা বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থীরা আরও অনিশ্চিয়তার মধ্যে পড়েছে। চলমান পরীক্ষাগুলো নেওয়া দাবিতেই আমরা রাস্তায় নেমেছি।
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে আসার কথা জানিয়ে তিনি বলেন, আজ আমাদের আন্দোলনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার রুটিন দেওয়ায় আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি।
রাজশাহীর সময় / এফ কে