১৪ মে ২০২৪, মঙ্গলবার, ০১:০১:৩৭ পূর্বাহ্ন


রাণীনগরে উপ-নির্বাচনে রিতা মেম্বার নির্বাচিত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ):
  • আপডেট করা হয়েছে : ২৮-০৪-২০২৪
রাণীনগরে উপ-নির্বাচনে রিতা মেম্বার নির্বাচিত রাণীনগরে উপ-নির্বাচনে রিতা মেম্বার নির্বাচিত


নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচনে শামীমা আক্তার রিতা নির্বাচিত হয়েছেন। 

রোববার সকাল ৮টা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোটে বে-সরকারী ফলাফলে মোরগ প্রতিকে রিতাকে নির্বাচিত ঘোষনা করা হয়।

জানা গেছে, গোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার শামসুল আলম মারা গেলে ওই পদ শূন্য ঘোষনা করে ২৮ এপ্রিল উপ-নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়। ওই পদে সাবেক মেম্বার মরহুম শামসুল আলমের স্ত্রী শামীমা আক্তার রিতা  (মোরগ) প্রতিক এবং শহিদুল ইসলাম (ফুটবল) প্রতিক নিয়ে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, রোববার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা ৫মিনিট পর্যন্ত শান্তিপূর্ণভাবে কৃষ্ণপুর মালঞ্চি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট দুই হাজার সাত জন ভোটারের মধ্যে এক হাজার ১৪৭জন ভোটার ভোট প্রদান করেন। এর মধ্যে ২০টি ভোট বাতিল হয়। ভোটে মোরগ প্রতিকে শামীমা আক্তার রিতা ৬৬৭ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহিদুল ইসলাম ফুটবল প্রতিকে পেয়েছেন ৪৬০ভোট। ভোট গননা শেষে প্রিজাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম শামীমা আক্তার রিতাকে বে-সরকারীভাবে নির্বাচিত ঘোষনা করেন।