০৪ মে ২০২৪, শনিবার, ০৪:১১:৫৪ পূর্বাহ্ন


যুদ্ধে মৃত মায়ের গর্ভে জীবিত সন্তান
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২৪
যুদ্ধে মৃত মায়ের গর্ভে জীবিত সন্তান প্রতিকী ছবি


গাজায় ফের ভয়ঙ্কর হামলা চালাল ইজরায়েল। যুদ্ধবিরতি অধরাই। ইজরায়েল রবিবার দক্ষিণ গাজার রাফা শহরে ফের হামলা চালায়। এতে ১৮ শিশুসহ ২২ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে একজন গর্ভবতী মহিলাও রয়েছেন। আশ্চর্যের বিষয় হল মহিলাটি মারা গেলেও তাঁর গর্ভের শিশুটি বেঁচে রয়েছে।

চিকিত্সকরা বিষয়টি চিনতে পেরে সঙ্গে সঙ্গে মৃত মহিলার ডেলিভারি করেন। মৃত মায়ের কন্যা সন্তানটি বর্তমানে সুস্থ রয়েছে। মৃত গর্ভে জীবিত সন্তানের জন্মে ডাক্তাররা বিস্মিত হয়েছেন। শিশুটির ওজন ১.৪ কেজি। শিশুটিকে হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে রুহ। আরবি ভাষায় রুহ অর্থ অনুপ্রেরণা।

শিশুটি আপাতত সুস্থ থাকলেও আরও তিন থেকে চার সপ্তাহ হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরপর শিশুটিকে কার কাছে হস্তান্তর করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তাঁরা।