২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৯:৫৩:১৯ পূর্বাহ্ন


গাজায় শরণার্থী শিবির ও আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-০৪-২০২৪
গাজায় শরণার্থী শিবির ও আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ১৮ ছবি: সংগৃহীত


অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি শরণার্থী শিবির (ক্যাম্প) ও আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এর মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে ১১ জন এবং রাফাহতে আবাসিক বাড়িতে হামলায় ৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩৩ হাজার ৮৪৩ জন নিহত হয়েছেন।

যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরো ৭৬ হাজার ৫৭৫ জন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মাগাজি শরণার্থী শিবিরটি ঘনবসতিপূর্ণ এবং ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করার পরে ভূখণ্ডটির উত্তরে হাজার হাজার পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পরে এই শিবির আরো ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছে।