নববর্ষের সকালেই সালমান খানের বাড়ির সামনে গুলি চালালো দুষ্কৃতীরা। রবিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। বাইকে করে দুষ্কৃতীরা এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তার পর পালিয়ে যায়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই ঈদ ছিল। সেই সময় গ্যালাক্সির বাইরে এসে অনুরাগীদের সঙ্গে দেখাও করেন সালমান। কিন্তু তার পরই ঘটল এ ঘটনা। বিষ্ণোই গ্যাংয়ের বার বার প্রাণনাশের হুমকির জেরে ইতিমধ্যেই বলিউডের ‘দাবাং’ খানের নিরাপত্তা বাড়িয়েছে মুম্বই পুলিশ। বুলেট প্রুফ গাড়িও কেনা হয়েছে। কিন্তু আচমকা এই ঘটনা চিন্তা বাড়িয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সালমান খানের বিরুদ্ধে। এরপর থেকেই সালমানকে নিজের শত্রু হিসেবে মানে লরেন্স বিষ্ণোই। এর আগে একাধিকবার সালমান খানকে হুমকি দিয়েছে সে। শোনা যায়, বিষ্ণোইর হিট লিস্টে থাকা ১০ জনের মধ্যে সবার আগে সালমানের নাম রয়েছে।
সালমান ও তাঁর পরিবারের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা চলছে। দেওয়া হয়েছে হুমকি চিঠি। সূত্রের খবর, হুমকি চিঠিগুলির নিচে ‘LB-GB’ লেখা থাকছে। মনে করা হচ্ছে লরেন্স বিষ্ণোইর নাম হিসেবে ‘LB’ লেখা হচ্ছে। আর ‘GB’ লেখা হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রারের নামে। বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি। পাঞ্জাবী সংগীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত সে। পুলিশ সূত্রে খবর, সিধুর খুনের দায় স্বীকার করেছে কানাডার কুখ্যাত এই গ্যাংস্টার।