আমেরিকায় পারিবারিক অনুষ্ঠানে বন্দুকধারীর হামলা চালিয়েছে এ সময় ১৮ রাউন্ড গুলি ছুড়েছে ওই বন্দুকধারী। শিকাগোয় স্থানীয় সময় রবিবার সকালে এ হামলা চালায়। ঘটনাস্থলে এক যুবক ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সাউথ ডামেন এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল। সেই সময় হটাৎই গুলি চালায় এক দুষ্কৃতী। প্রথমে এক ২৭ বছরের যুবকের মৃত্য়ু হয়। পরে পার্কে গুলি চালনোর ঘটনায় কপালে গুলি লেগে ৭ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়। আরও দুই শিশুর অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরের একাধিক জায়গায় গুলি লেগেছে। মোট ৭জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুজন দুষ্কৃতী ছিল ঘটনাস্থলে। গাড়ি নয়, হেঁটেই এসেছিল তারা।
প্রসঙ্গত , জানুয়ারির শেষের দিকেও শিকাগোয় হামলা চালিয়েছে বন্দুকধারী। শিকাগোর তিনটি জায়গায় চালিয়েছে গুলি। হামলায় অন্তত ৮জনের মৃত্যুর খবর জানা গেছে। উল্লেখ্য, এর আগেও অনেকবার বন্দুকধারীর হামলায় রক্তাক্ত হয়েছে আমেরিকা। গত ডিসেম্বরে নেভাদা ইউনিভার্সিটিতে হামলা চালায় এক বন্দুকধারী। ঘটনায় প্রাণ হারান তিন শিক্ষার্থী।