২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:২২:১০ অপরাহ্ন


ইজরায়েলে হামলা ইরানের, তৃতীয় বিশ্বযুদ্ধের আশংকা
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৪-০৪-২০২৪
ইজরায়েলে হামলা ইরানের, তৃতীয় বিশ্বযুদ্ধের আশংকা ইজরায়েলে হামলা ইরানের, তৃতীয় বিশ্বযুদ্ধের আশংকা


শনিবার রাত ৩টা।  ইজরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে ইরানের সেনাবাহিনী। এরপর থেকেই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘ওয়ার্ল্ড ওয়ার ৩’ ও ‘ডবলিউ ডবলিউ ৩’। প্রশ্ন উঠছে মধ্যপ্রাচ্যের আকাশ কি ডেকে আনবে তৃতীয় বিশ্বযুদ্ধ?

জানা যাচ্ছে, দুশোর বেশি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। প্রত্যুত্তর দিয়েছে ইজরায়েল। কিন্তু এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আশঙ্কা ক্রমেই বাড়ছে। দেশ জুড়ে বিস্ফোরণের শব্দ ও সাইরেনের কর্কশ ধ্বনি।

গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যেখানে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছিলেন। মৃতদের মধ্যে ছিলেন দুজন ইরানি সেনাকর্তাও। এই হামলার পিছনে ইজরায়েলের ‘হাত’ ছিল। সেই থেকেই ইজরায়েলকে হুমকি দিয়ে যাচ্ছিল ইরান। এবার আশঙ্কা সত্যি করে শুরু হয়েছে যুদ্ধ।

এই পরিস্থিতিতে নেট ভুবনে ভেসে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া। 

হামাস-ইজরায়েল রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই ইরানের এই হামলা ঘিরে বিশ্বজুড়ে আশঙ্কা তৈরি হয়েছে। ধারনা করা হচ্ছে, সেটা নির্ভর করছে তিনটে ফ্যাক্টরের উপরে। এক, ইরানের ‘ছায়াযোদ্ধা’ হাউথি ও হেজবোল্লা সরাসরি এই হামলায় অংশ নেয় কিনা। দুই, ইরানের হামলার জবাবে ইজরায়েল তাদের বিখ্যাত ‘আয়রন ডোম’ মিসাইল ডিফেন্স সিস্টেমের সাহায্যে পালটা মার দিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে হতাহতের সংখ্যা নগণ্য করে দেয় কিনা, নাকি তা সত্ত্বেও বহু মানুষের মৃত্যু রোধ করতে ব্যর্থ হয়। তিন, ইজরায়েল ইরানের হামলার জবাবে প্রত্যাঘাত করে কিনা। এই বিষয়গুলো স্পষ্ট হতে শুরু করলেই যুদ্ধের ভবিষ্যৎ-ছবিটা বোঝা সহজ হবে।

এদিকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে। যদিও তেহরান হুঁশিয়ারি দিয়েছে , ইজ়রায়েলের হয়ে যে দেশ অস্ত্র ধরবে, তাদেরও জবাব দেওয়া হবে। এই পরিস্থিতিতে বাকি দেশগুলো কী অবস্থান নেয়, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কি হয় সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।