২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:২০:১৬ অপরাহ্ন


জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৪
জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ফাইল ফটো


ইউক্রেন চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৮০ হাজারের বেশি সেনা খুইয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। গতকাল মঙ্গলবার এ তথ্য উল্লেখ করে তিনি আরও বলেছেন, তাঁর দেশের সেনারা 'শত্রুদের সমর সক্ষমতা' হ্রাস করে চলেছেন।গতকাল রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী শোইগু।

এ সময় তিনি জানান, গত জানুয়ারি থেকে রুশ বাহিনী ইউক্রেনের ১ হাজার ২০০ ট্যাংক ও অন্যান্য সশস্ত্র যুদ্ধযানসহ ১৪ হাজার সামরিক উপকরণ ধ্বংস করেছে। একই সময়ে মস্কো রাশিয়ার ৪০৩ বর্গকিলোমিটার নতুন জায়গা (ইউক্রেনের ভূখণ্ড) মুক্ত করেছে বলে উল্লেখ করেন তিনি।

গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪ লাখ ৪৪ হাজার সামরিক বাহিনীর সদস্য হারিয়েছে ইউক্রেন। এর মধ্যে গত বছরের গ্রীষ্মে রাশিয়ার বিরুদ্ধে ব্যর্থ পাল্টা আক্রমণে নিহত হন ১ লাখ ৬৬ হাজার জন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধক্ষেত্রে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কিয়েভের ঘাটতি থাকার পরও ইউক্রেনের নেতারা তাঁদের রুশ সেনাদের প্রতিহত করার সক্ষমতা বিষয়ে পশ্চিমা পৃষ্ঠপোষকদের বোঝানোর চেষ্টা করছেন। আর এটি করতে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে সন্ত্রাস ও রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা শুরু করেছে কিয়েভ।যুদ্ধক্ষেত্রে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কিয়েভের ঘাটতি থাকার পরও ইউক্রেনের নেতারা তাঁদের রুশ সেনাদের প্রতিহত করার সক্ষমতা বিষয়ে পশ্চিমা পৃষ্ঠপোষকদের বোঝানোর চেষ্টা করছেন। আর এটি করতে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে সন্ত্রাস ও রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা শুরু করেছে কিয়েভ।

'আমাদের সেনারা ইউক্রেনীয় বাহিনীর এমন অপরাধের অপ্রতিসম জবাব দিচ্ছেন' উল্লেখ করে শোইগু বলেন, শুধু মার্চেই রুশ বাহিনী ইউক্রেনে ১৯০টি গুচ্ছ হামলা ও দুটি বড় আক্রমণ চালিয়েছে। নিখুঁত অস্ত্রশস্ত্র ও মনুষ্যবিহীন আকাশযান ব্যবহার করে দেশটির সামরিক ও জ্বালানি অবকাঠামোগুলোতে চালানো হয় এসব হামলা। গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪ লাখ ৪৪ হাজার সামরিক বাহিনীর সদস্য হারিয়েছে ইউক্রেন। এর মধ্যে গত বছরের গ্রীষ্মে রাশিয়ার বিরুদ্ধে ব্যর্থ পাল্টা আক্রমণে নিহত হন ১ লাখ ৬৬ হাজার জন।তবে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর তাঁদের মাত্র ৩১ হাজার সেনা নিহত হয়েছেন। কিন্তু কত সেনা আহত হয়েছেন বা নিখোঁজ আছেন, সে বিষয়ে কিছু বলেননি তিনি।