২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:০৮:০৫ অপরাহ্ন


রাণীশংকৈলে ক্ষুদ্রনৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা ও বাইসাইকেল বিতরণ
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২৪
রাণীশংকৈলে ক্ষুদ্রনৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা ও বাইসাইকেল বিতরণ রাণীশংকৈলে ক্ষুদ্রনৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা ও বাইসাইকেল বিতরণ


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় ক্ষুদ্রনৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির টাকা ও বাইসাইকেল দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পরিষদ হলরুমে ক্ষদ্র নৃগোষ্ঠীদের শিক্ষা উপবৃত্তি হিসাবে ৫২ জন পরীক্ষার্থীকে ০২ লাখ ৫৬ হাজার টাকা এবং ০৬ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়।

উপবৃত্তি প্রদান ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি, ইএসডিও কর্মকর্তা খায়রুল আলম, আদিবাসী নেতা সুগা মুরমু, উপকারভোগী শিক্ষার্থীবৃন্দ ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

শিক্ষা উপবৃত্তির টাকা ও বাইসাইকেল পেয়ে উপকারভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।