ভর দুপুরে ঘনাবে অন্ধকার। চাঁদের ছায়ায় ঢাকা পড়বে সূর্য। এই মহাজাগতিক ঘটনা ঘটবে আগামী ৮ এপ্রিল। যার জেরে ওই দিন নির্দিষ্ট কিছু এলাকায় স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এটাই হতে চলেছে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। গত ৫০ বছরে এত দীর্ঘতম গ্রহণ দেখা যায়নি।
ওইদিন চাঁদের ছায়া পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে। দিনের বেলাতেই নেমে আসবে আঁধার। বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রায় সাড়ে সাত মিনিট ধরে স্থায়ী হবে এই পূর্ণগ্রাস গ্রহণ।
আগামী ৮ এপ্রিল, দুপুরে সূর্যগ্রহণ শুরু হবে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে শুরু হবে সূর্যগ্রহণ। উত্তর আমেরিকা ও মেক্সিকো হয়ে গ্রহণের ছায়া কানাডায় পৌঁছাবে। কোস্টারিকা, কিউবা, ডোমিনিকা, ফ্রেঞ্চ পলিনেশিয়া এবং জ্যামাইকার মতো দেশ থেকেও আংশিক গ্রহণ দেখা যাবে। মহাজাগতিক নিয়ম মেনে ১৮ মাস পর পর একটি করে পূর্ণগ্রাস সূর্য গ্রহণ হয়। সেই সময় সূর্যের মুখ পুরোপুরি ঢেকে দেয় চাঁদ।