০৪ মে ২০২৪, শনিবার, ০৩:২৯:৩৩ পূর্বাহ্ন


জাপান উপকূলে দক্ষিণ কোরিয়ার ট্যাংকারডুবি, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-০৩-২০২৪
জাপান উপকূলে দক্ষিণ কোরিয়ার ট্যাংকারডুবি, নিহত ৮ ছবি: সংগৃহীত


জাপানের পশ্চিম উপকূলের কাছে দক্ষিণ কোরিয়ার রাসায়নিক পণ্যবাহী একটি ট্যাংকার জাহাজ ডুবে গেছে। এই দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ আছেন আরো দুইজন। বুধবার জাপানের রাজধানী টোকিও থেকে এক হাজার কিলোমিটার দূরের মাতসুরে দ্বীপের কাছে ১১জন ক্রুসহ কিয়োইয়ং সান নামের ট্যাংকার জাহাজটি উল্টে যায়।

জাপানের কোস্টগার্ড প্রাথমিক অবস্থায় জানিয়েছিল তারা ১১জন ক্রুর মধ্যে ৯ জনকে উদ্ধার করেছে। যারমধ্যে ছিল দুইজন দক্ষিণ কোরিয়ান, আটজন ইন্দোনেশিয়ান এবং একজন চীনের নাগরিক। পরবর্তীতে কোস্টগার্ড জানায় একজন ইন্দোনেশিয়ানকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন তারা। উদ্ধারকৃত অপরজন জীবিত নাকি মৃত সেটি নিশ্চিত করতে পারেনি তারা। এখনো নিখোঁজ থাকা বাকি দুই ক্রুকে খুঁজে পেতে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

জাপানি বার্তা সংস্থা এনএইচকে জানিয়েছে, জাহাজটি জাপানের হিমেজি বন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উলসানে আসছিল।কিভাবে জাহাজটি ডুবে গেলো সেটির কারণ এখনো জানা যায়নি। তবে জাহাজটির ক্রুরা কোস্টগার্ডকে জানাতে সমর্থ হয় যে, সমুদ্র উত্তাল থাকায় কারণে তারা বিপদে পড়েছে এবং মাতসুরে দ্বীপের কাছে আশ্রয় নিয়েছে।