০৭ মে ২০২৪, মঙ্গলবার, ০৩:৪২:১৬ পূর্বাহ্ন


দেশের বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১১-০৩-২০২৪
দেশের বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস দেশের বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস


দেশের বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

এর আগে রোববার বিদেশ যেতে চেয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়ালের আদালতে এই আবেদন করেন ড. ইউনূস।

আদালতকে অবহিত করে ড. ইউনূসের আইনজীবী বলেন, ড. ইউনূস আগামীকাল মঙ্গলবার দেশের বাইরে যাবেন এবং ফিরবেন আগামী ৪ এপ্রিল।

এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে বলেন ড. ইউনূস যেনো বিদেশ থেকে ফিরে আদালতকে অবহিত করেন।

পাল্টা যুক্তি দিয়ে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে হাইকোর্টের কোন নির্দেশনা নেই। কাজেই এটা চাওয়া অবান্তর। পরে আদালত এটি খারিজ করে দেন।