১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ০৭:০৩:২১ পূর্বাহ্ন


রুয়েটে আইকিউএসি‘র উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২২
রুয়েটে আইকিউএসি‘র উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন রুয়েটে আইকিউএসি‘র উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল)-এর উদ্যোগে দুই দিনব্যাপী নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে ১ম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক  ড. মো. রফিকুল ইসলাম সেখ।  

রবিবার (২৭ মার্চ) সকাল সাড়ে  ৯টায় আইকিউএসি কনফারেন্স রুমে ২৭-২৮ মার্চ পর্যন্ত দুইদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক । 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা। 

২ (দুই) দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হবে।  

রাজশাহীর সময়/এএইচ