রাজশাহী জেলায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত থেকে শুরু করে রোববার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম।
জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ২ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ৯ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ পিয়ারুল ইসলাম ওরফে হেলাল(৩৬) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে।
চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ রাসেল(৪১), ২নং মোঃ আরমান(৫৪), ৩নং মোঃ আব্দুল কাদের(৩১) ও ৪নং মোঃ রাসেল আলী(৩০) কে ৫০গ্রাম হেরোইন এবং ৫নং মোঃ আসিক(২৮) কে ২২বোতল ফেন্সিডিলসহ আটক করে।
গ্রেফতারকৃতদের রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজশাহীর সময় / এএইচ