১২ অক্টোবর ২০২৪, শনিবার, ০৫:২২:২৭ পূর্বাহ্ন


মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা
শাপলা খাতুন (নাটোর প্রতিনিধি):
  • আপডেট করা হয়েছে : ০২-০৩-২০২৪
মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা


নাটোরের বাগাতিপাড়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় শ্বারুফ হোসেন (১৪) নামের স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রের নাম শ্বারুফ হোসেন সে ওই এলাকার বাহারাইন প্রবাসী খায়রুল ইসলামের ছেলে এবং চাঁদপুর রাফাতুল্লাহ সোনার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, শ্বারুফ এদিন দুপুরে মায়ের কাছে মোবাইল ফোন কিনে চাই। ছেলের আবদারের মোবাইল ফোন কিনেদিতে অপারগতা প্রকাশ করায় সবার অজান্তে নিজ শয়ন কক্ষের তীরের সাথে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।