২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০২:৩৩:০৬ পূর্বাহ্ন


রাজশাহীতে সাবেকে এমপি এনামুলের সাবেক স্ত্রী কারাগারে
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৯-০২-২০২৪
রাজশাহীতে সাবেকে এমপি এনামুলের সাবেক স্ত্রী কারাগারে রাজশাহীতে সাবেকে এমপি এনামুলের সাবেক স্ত্রী কারাগারে


রাজশাহীতে আয়েশা আক্তার ওরফে লিজাকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এনামুল হকের সাবেক স্ত্রী।

গত (১৮ ফেব্রুয়ারি) এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মহানগরীর বোয়ালিয়া থানায় আয়েশা আক্তারের বিরুদ্ধে প্রভাস চন্দ্র সরকার নামের এক ব্যবসায়ী বাদী হয়ে মামলা করেন। বৃহস্পতিবার সেই মামলায় রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এ আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন আয়েশা আক্তারের আইনজীবী। তবে আদালতের বিচারক ফয়সাল তারেক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের পেশকার আবদুর রাজ্জাক জানান, মামলাটি এখনো বিচারের জন্য আদালতে আসেনি। এ মামলায় আয়েশা আক্তার আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চান। শুনানি শেষে আদালতের বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাঁকে কারাগারে নেয়।

আয়েশা আক্তার ই-কমার্স প্ল্যাটফর্ম এটিএন ইমার্টের রাজশাহী বিভাগীয় সুপার ডিলার। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ব্যবসায়িক প্রয়োজনে তিনি আয়েশার কাছ থেকে গত বছরের সেপ্টেম্বর মাসে এক লাখ টাকা নেন। টাকা দেওয়ার সময় আয়েশা প্রভাসের কাছ থেকে সই করা ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্পে নিয়ে রাখেন। পরে গত ৭ জানুয়ারি মাসে তিনি টাকা ফেরত দেন। কিন্তু আয়েশা তাঁর সই করা সেই স্ট্যাম্প পরে ফেরত দেবেন বলে জানান। পরে স্ট্যাম্প চাইলে তিনি আবার এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে স্ট্যাম্প দেবেন না বলে তিনি সাফ জানিয়ে দেন। সবশেষ ১৭ ফেব্রুয়ারি আয়েশা উল্টো প্রভাসের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। এ অবস্থায় প্রভাস চন্দ্র সরকার থানায় গিয়ে আয়েশাকে একমাত্র আসামি করে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন।

ব্যবসায়িক প্রয়োজনে বাদী প্রভাস আসামি আয়েশার কাছ থেকে গত বছরের সেপ্টেম্বর মাসে এক লাখ টাকা ধার নিয়েছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, আসামি আয়েশা আক্তার রাজশাহী নগরের তেরোখাদিয়া এলাকার বাসিন্দা। প্রেমের সম্পর্কে জড়িয়ে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বাগমারার তৎকালীন সংসদ সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এনামুল হককে বিয়ে করেন। সেটি এনামুলের দ্বিতীয় বিয়ে ছিল। নির্বাচনের পর আয়েশা বিয়ের খবর প্রকাশ করেন। তিনি এনামুল হকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলনও করেন। ২০২০ সালের ২৩ এপ্রিল তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।