২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০২:৫১:৩০ পূর্বাহ্ন


কাটাখালী থানার নজিরের মোড় থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৯-০২-২০২৪
কাটাখালী থানার নজিরের মোড় থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার কাটাখালী থানার নজিরের মোড় থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার


রাজশাহী মহানগরীতে পরিত্যক্ত অবস্থায় ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৫।  

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল সোয়া ৭টায় মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর (নজিরের মোড়) একটি আম বাগানের মধ্যে থেকে ফেনসিডিল গুলি উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার র‌্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর (নজিরের মোড়) মোড় এলাকায় জনৈক মোঃ বাবু’র বসত বাড়ির পাশের একটি আমবাগানের মধ্য ১টি প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় আছে। পরবর্তীতে র‌্যাবের ওই দল ঘটনার সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌছে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

পরে উদ্ধারকৃত ফেনসিডিলগুলি মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়।