২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৩:৩৫:৪৫ পূর্বাহ্ন


রাসিকের শিক্ষা স্থায়ী কমিটির উদ্যোগে আলোচনা সভা ও মধ্যহ্নভোজ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৭-০২-২০২৪
রাসিকের শিক্ষা স্থায়ী কমিটির উদ্যোগে আলোচনা সভা ও মধ্যহ্নভোজ অনুষ্ঠিত রাসিকের শিক্ষা স্থায়ী কমিটির উদ্যোগে আলোচনা সভা ও মধ্যহ্নভোজ অনুষ্ঠিত


জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির উদ্যোগে শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের নিয়ে আলোচনা সভা ও মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগর ভবনের ৯ম তলায় এই আলোচনা সভা ও মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় স্থানীয় সরকার দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। সভায় বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এবিএম শরীফ উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আলতাফুন নেছা, রাসিকের সচিব মোবারক হোসেন, শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহাবুবুর রহমান প্রমুখ।