২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৩:৩৭:৫৮ পূর্বাহ্ন


বাঘায় ১টি বিদেশী পিস্তল ও গোদাগাড়ীতে ৬৫ লাখ টাকার হেরোইন-সহ গ্রেফতার-২
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৭-০২-২০২৪
বাঘায় ১টি বিদেশী পিস্তল ও গোদাগাড়ীতে ৬৫ লাখ টাকার হেরোইন-সহ গ্রেফতার-২ বাঘায় ১টি বিদেশী পিস্তল ও গোদাগাড়ীতে ৬৫ লাখ টাকার হেরোইন-সহ গ্রেফতার-২


রাজশাহীতে পৃথক দুই অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ৬৫ লাখ টাকার হেরোইন-সহ ২জন গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, সোমবার (২৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টায় রাজশাহীর বাঘা থানাধীন হেলালপুর এলাকায় অভিযান চালিয়ে ১বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ২রাউন্ড গুলি-সহ মোঃ আজিবুল  (৩৫), নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার মোঃ আজিবুল, সে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জামিরা (দক্ষিণপাড়া) এলাকার মোঃ জনাবের ছেলে।  

এ ব্যপারে তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপর এক অভিযানে, একই দিন রাত সাড়ে ১১টায় রাজশাহীর গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম হেরোইন-সহ মোছাঃ রাশিদা খাতুন (৫৮), নামের এক নারী মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৬৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য ৬৫ লাখ টাকা।

গ্রেফতার মোছাঃ রাশিদা খাতুন (৫৮), রাজশাহীর গোদাগাড়ী থানার মৃত: শাখাওয়াতের স্ত্রী। 

এ ব্যপারে গ্রেফতার নারী মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার সকালে উভয় আসামীকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।