২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৩৮:৫৬ পূর্বাহ্ন


রাজশাহী মহানগরীতে ৮ জুয়াড়ি গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ২৬-০২-২০২৪
রাজশাহী মহানগরীতে ৮ জুয়াড়ি গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে ৮ জুয়াড়ি গ্রেপ্তার


রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় রাজপাড়া থানার বসুয়া আলীর মোড় এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- মো: মানিক (৪৩), মো: শাকিল হোসেন মিঠু (৩৫), মো: সাইফুল ইসলাম (৩২), মো: নয়ন (২৯), মো: সাইদুল ইসলাম (৪৫), মো: আনারুল ইসলাম (৩০), মো: পিয়ারুল ইসলাম (৩২) ও মো: হাসান আলী (৫০)। তারা সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। 

অভিযান পরিচালনা করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: নাদিম উদ্দীন ও তাঁর সঙ্গীয় ফোর্স। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।