২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:২৭:২৪ পূর্বাহ্ন


রাজপাড়া থানায় সাজাপ্রাপ্ত আসামি মেহেদী মোশাররফ গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৪
রাজপাড়া থানায় সাজাপ্রাপ্ত আসামি  মেহেদী মোশাররফ গ্রেফতার রাজপাড়া থানায় সাজাপ্রাপ্ত আসামি মেহেদী মোশাররফ গ্রেফতার


রাজশাহী মহানগরীতে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামি মো: মেহেদী মোশাররফকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে  রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বদিউজ্জামান, এসআই কাজল কুমার নন্দী ও সঙ্গীয় ফোর্স। 

গ্রেফতারকৃত আসামি মোঃ মেহেদী মোশাররফ, তিনি  মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মোঃ মুখতার হোসেনের ছেলে। সে এস এস কর্পোরেশনের প্রোপাইটর। 

রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম। 

তিনি জানান,  আসামি মোঃ মেহেদী মোশাররফের বিরুদ্ধে মহানগরীর রাজপাড়া থানায় চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। মেহেদীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে রাজপাড়া থানা পুলিশ। রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামি মেহেদী তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আসামি মোঃ মেহেদী মোশাররফের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের ২য় আদালতে চেক জালিয়াতির কারণে একটি মামলা রুজু হয়। বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি মেহেদীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে বর্ণিত অর্থদণ্ড প্রদান করেন।