২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৪২:৪১ পূর্বাহ্ন


কাটাখালীতে হেরোইন-সহ নারী মাদক কারবারী ফুলজান বেগম গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৪-০২-২০২৪
কাটাখালীতে হেরোইন-সহ নারী মাদক কারবারী ফুলজান বেগম গ্রেফতার কাটাখালীতে হেরোইন-সহ নারী মাদক কারবারী ফুলজান বেগম গ্রেফতার


রাজশাহী মহানগরীতে হেরোইন-সহ মোসাঃ ফুলজান বেগম (৫০) নামের এক চিহ্নিত নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টায় নগরীর কাটাখালী থানার বাখরাবাজ গ্রামে অভিযান চালিয়ে ৬২ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মাদক কারবারী মোসাঃ ফুলজান বেগম, সে মহানগরীর কাটাখালী থানার বাখরাবাজ গ্রামের মোঃ মুক্তার হোসেনের স্ত্রী।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, শনিবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানা পুলিশ জানতে পারে, বাখরাবাজ গ্রামের এক বাড়িতে হেরোইন বিক্রি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী ফুলজান বেগমকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ছেলে মুন্না ও স্বামী মুক্তার হেসেন পালিয়ে যায়। পরে তার বাড়ি তল্লাশি করে ৬২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী জানায়, তারা দীর্ঘদিন যাবৎ হেরোইন বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামি ফুলজান তার ছেলে পলাতক আসামি মুন্নার বিরুদ্ধে কাটাখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় নগর পুলিশের মুখপাত্র।