২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৩৪:০৫ পূর্বাহ্ন


রাজশাহীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন
মঈন উদ্দিন
  • আপডেট করা হয়েছে : ২১-০২-২০২৪
রাজশাহীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন রাজশাহীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন


রাজশাহীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২:০১ মিনিটে জেলা প্রশাসন চত্বরে অবস্থিত শহিদ মিনারে প্রথমে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন-কবীর, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও জেলা প্রশাসক শামীম আহমেদ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিৃ’ বাজানো হয়। পরক্ষণেই শহিদ বেদিতে ফুল দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, পুলিশ সুপার মো. সাইফুর রহমান। এরপর শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধাসহ দলীয় নেতা-কর্মীবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে মধ্যরাতের নীরবতা ভেঙে হাতে ফুল ও কণ্ঠে ভাই হারা একুশের গান গেয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে ভিড় করেন শতাধিক রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা ফাগুনের ফোটা নতুন ফুলে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। ভাষার জন্য জীবন দেয়া ভাইদের ভুলে যাওয়া অসম্ভব, তেমনি প্রভাত ফেরীর আবেদনও কখনও ফিকে হবার নয়। এভাবেই রাজশাহীতে একুশের প্রথম প্রহরে সঞ্চারিত হয়েছে দেশপ্রেম।