শুধুমাত্র পারিবারিক অশান্তির জের! আর তাতেই পরিবারের ১২ জন সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠল ইরানের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গত কয়েক দশকে সেদেশে হওয়া হত্যাকাণ্ডগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর। খবর পিটিআই।
জানা গেছে, শনিবার ভোরে নৃশংস এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ইরানের একটি গ্রামীণ এলাকায়। অভিযুক্ত যুবকের নাম প্রকাশ্যে আনা হয়নি। স্থানীয় সংবাদ সংস্থা আইএসএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে ইরানের কেরমান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান ইব্রাহিম হামিদি জানান, ৩০ বছর বয়সি এক যুবক তাঁর বাবা, ভাই-সহ পরিবারের বাকি সদস্যকে গুলি করে হত্যা করেছেন। পারিবারিক বিবাদের জেরেই পরিবারের ১২ জনকে খুন করা হয়েছে। কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেই এই কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত। বলে রাখা ভালো, ইরানে একমাত্র শিকারের কাজে ব্যবহৃত হয় এমন রাইফেলই রাখার অনুমতি দেওয়া হয় নাগরিকদের। যা গ্রামীণ এলাকাগুলোতে স্বাভাবিক।
ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর মতে, এদিনের ঘটনা ইরানে বন্দুকবাজের হামলার ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর। কত কয়েক দশকে এই ধরনের হত্যাকাণ্ডে একসঙ্গে এতজন নিহত হননি। ২০২২ সালে এক কর্মী তাঁর অফিসের তিনকে গুলি করার পর আত্মঘাতী হয়েছিলেন। তাঁকে কর্মস্থল থেকে বরখাস্ত করা করা হয়েছিল। যার বদলা নিতে হত্যালীলা চালিয়েছিলেন ওই কর্মী। এর আগে ২০১৬ সালে এক যুবক তাঁর পরিবারের ১০ জনকে গুলি করেছিলেন।