২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৪৯:৩৩ পূর্বাহ্ন


মহানগরীর চন্দ্রিমা থানায় ছিনতাই মামলার আসামি আকাশ গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৮-০২-২০২৪
মহানগরীর চন্দ্রিমা থানায় ছিনতাই মামলার আসামি আকাশ গ্রেফতার মহানগরীর চন্দ্রিমা থানায় ছিনতাই মামলার আসামি আকাশ গ্রেফতার


রাজশাহী মহানগরীতে মোঃ আকাশ (২০), নামের ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ আকাশ (২০), সে মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার মৃত খোকনের ছেলে। (বর্তমানে আসাম কলোনীতে বসবাস করে)।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, শনিবার ১৭ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে চন্দ্রিমা পুলিশ জানতে পারে, ছিনতাই মামলার আসামি আকাশ শিরোইল কলোনীর সার গোডাউনের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্নিত স্থানে অভিযান চালিয়ে ছিনতাই মামলার আসামী আকাশকে তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, গত ১৬ জানুয়ারি রাত ১০ টায় পদ্মা আবাসিক এলাকায় চারঘাট থানার মিল্লাত ও তাঁর স্ত্রীর কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় তার সহযোগী আসামি সিহাব গত (২৪ জানুয়ারি) গ্রেফতার হয়। ওই সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে আসামি আকাশ গ্রেফতার এড়াতে আত্মগোপন করে। 

এ ব্যপারে রবিবার সকালে ছিনতাইকারী আকাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।