২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১২:২০:১৫ পূর্বাহ্ন


সমকামী বিয়েকে বৈধতা দিল গ্রিস
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-০২-২০২৪
সমকামী বিয়েকে বৈধতা দিল গ্রিস ছবি: সংগৃহীত


গ্রিস প্রথম খ্রিস্টান অর্থোডক্স সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সমকামী বিয়েকে বৈধতা দিল। গ্রিসের পার্লামেন্ট সমকামী বিবাহের অনুমতি দেওয়ার বিল অনুমোদন করেছে। বৃহস্পতিবার পার্লামেন্টে এই নতুন আইনটি অনুমোদন পায়। এই আইনের অধীনে সমকামী দম্পতিরা বিয়ে ও সন্তান দত্তক নেওয়ার অনুমতি পাবে।

প্রসঙ্গত, গ্রিস প্রথম অর্থোডক্স খ্রিস্টান দেশগুলোর মধ্যে প্রথম, যারা সমকামী বিয়েকে বৈধতা দিল। দেশটির ৩০০ আসনের সংসদে ১৭৬ জন আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দেন। এখন এটি সরকারি গেজেটে প্রকাশিত হলে আইনে পরিণত হবে। প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিত্‍সোটাকিস বলেছেন, 'নতুন আইন বৈষম্য দূর করবে।'‌

এদিকে নুতন এই আইনের বিরোধিতাও শুরু হয়েছে। অর্থোডক্স চার্চের নেতৃত্বে এর তীব্র বিরোধীতা করে এথেন্সে প্রতিবাদ মিছিল হয়েছে। রাজধানীর সিনটাগমা স্কোয়ারে এই আইনের বিরুদ্ধে ব্যানার নিয়ে মিছিল হয়েছে। অর্থোডক্স চার্চের প্রধান আর্চবিশপ আইরনিমোস বলেছেন, 'এই ব্যবস্থা মাতৃভূমির সামাজিক সংহতিকে কলুষিত করবে।'‌ তবে গ্রিসের এলজিবিটিকিউ সংস্থাগুলো এই আইনকে স্বাগত জানিয়েছে। সমলিঙ্গের অভিভাবকদের গ্রুপ 'রেইনবো ফ্যামিলিজ'-এর প্রধান স্টেলা বেলিয়া বলেছেন, 'এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।'‌ প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যের মধ্যে ১৫ সদস্য দেশ ইতিমধ্যেই সমকামী বিয়েকে বৈধতা দিয়েছে। এই নিয়ম বিশ্বব্যাপী ৩৫টি দেশে অনুমোদিত।