২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৫২:৫৯ পূর্বাহ্ন


ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক হস্তান্তর করলেন, জেলা প্রশাসক
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৫-০২-২০২৪
ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক হস্তান্তর করলেন, জেলা প্রশাসক ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক হস্তান্তর করলেন, জেলা প্রশাসক


রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরুণের চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক, রাজশাহীর কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান প্রধান অতিথি, জেলা প্রশাসক, রাজশাহী, শামীম আহম্মেদ ক্ষতিগ্রস্থ ৫১ জনের হাতে ক্ষতিপূরুণের ছাব্বিশ কোটি ছেষট্টি লক্ষ উনসত্তর হাজার নয়শত সাতচল্লিশ টাকার চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর আগে চেক গ্রহিতাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক সতর্ক করে বলেন, ক্ষতিপূরুণের চেক ঘরে না রেখে নিজ নিজ এ্যাকাউন্টে জমা করবেন। অনেকে না বুঝে চেকের মেয়াদ শেষ হওয়ার পরে ব্যাংকে টাকা তুলতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। তখন পূণরায় ভোগান্তিতে পড়ে আমাদের অফিসে আসেন। যাহা বিব্রতকর। ইতিপূর্বে অনেকেই এই জাতীয় জটিলাতার সম্মুখিন হয়েছেন অফিসে এসেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব),মোঃ আনিসুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাম্মী আক্তার।