মতিহারে ৬৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা-সহ ৪ জন মাদক কারবারী ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দিনগত রাত সাড়ে ১০টায় মহানগরীর মতিহার থানাধীন চরশ্যামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ হাসান আলী (৪৩), সে মতিহার থানার ডাঁসমারী এলাকার মৃত সাদেক আলীর ছেলে, মোঃ নান্নু (২৪), সে একই থানার চরশ্যামপুর এলাকার মোঃ মন্টুর ছেলে, একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোঃ মিলন আলী (৩৫), ও মৃত শ্যামল দাসের ছেলে শ্রী কমল (৩৫)।
গ্রেফতারকৃত মাদক সেবনকারীরা হলো: মোঃ মিনারুল ইসলাম (৩০), সে মতিহার থানার চরশ্যামপুর এলাকার মোঃ নাজিম উদ্দিনের ছেলে, একই এলাকার মোঃ হাবিবের ছেলে মোঃ বাবু (২১), মোঃ মাইনুল আলীর ছেলে মোঃ আসিফ আলী (২০), মৃত হাসিলের ছেলে মোঃ ইউসূফ আলী (৪১), মৃত নওশাদ আলীর ছেলে মোঃ ইসলাম (৪২), মৃত হেদায়েতুল্লাহ শেখের ছেলে মোঃ জালাল উদ্দিন (৫০)।
বুধবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, বিভিন্ন এলাকা হতে এসে তারা একত্রিত হয়ে মাদক সেবন করে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচারণ করে থাকে।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীদের ও মাদক সেবীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার সকালে মতিহার থানার মাধ্যমে তাদের আদলতে সোপর্দ করা হয়েছে।