১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ০৬:৪১:৪৮ পূর্বাহ্ন


রাজশাহীতে ব্র্যাক ইউডিপি এরাইজ প্রকল্প কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২৪-০৩-২০২২
রাজশাহীতে ব্র্যাক ইউডিপি এরাইজ প্রকল্প কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ব্র্যাক ইউডিপি এরাইজ প্রকল্প কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


রাজশাহীতে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এরাইজ প্রকল্পের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) নগরীর হোটেল গ্র্যান্ড রিভারভিউ যমুনা কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘নগরের দরিদ্র ঘনবসতি এলাকায় কোভিড ১৯ মোকাবেলায় এরাইজ প্রকল্পের ভূমিকা’ বিষয়ে সভায় বিস্তারিত তুলে ধরা হয়। রাজশাহী মহানগরীর ২৪নং ওয়ার্ডে বাজে কাজলা এলাকায় ব্র্যাকের এরাইজ প্রকল্পের আওতায় কোভিড-১৯ মোকাবেলায় প্রকল্প এলাকায় স্বাস্থ্যসেবায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে ঔষুধ, নগদ অর্থ সহায়তা, সাবান, ডিটারজেন্ট পাউডার, কৈশোরকালীন, বয়স্ক স্বাস্থ্যসেবা, মাস্ক, স্যানিটইজার, হাত ধোয়ার বেসিন স্থাপন, টিকা রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হয়। এ প্রকল্পের আওতায় ২৪নং ওয়ার্ডের বাজে কাজলা বস্তি এলাকার ১৭৩৫ টি পরিবারকে স্বাস্থ্যসেবার বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে বলে তথ্য উপস্থাপন করা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. এবিএম শরীফ উদ্দিন বলেন, করোনা শুরু থেকে রাজশাহীতে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নগরীর অসহায় দুস্থ মানুষকে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা প্রদানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রাখেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় ব্র্যাক এরাইজ রিসপনসিভ ফান্ডের আওতায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে ঔষুধ, নগদ অর্থ সহায়তা, সাবান, ডিটারজেন্ট পাউডার, কৈশোরকালীন, বয়স্ক স্বাস্থ্যসেবা, মাস্ক, স্যানিটইজার, হাত ধোয়ার বেসিন স্থাপন, টিকা রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় মহানগরীতে এ কার্যক্রম বাস্তবায়ন করছে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এ কার্যক্রম বাস্তবায়নে ব্র্যাক ইউডিপি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। আগামীতে নতুন নতুন প্রকল্প প্রণয়ন ও বৃহত্তর পরিসরে এ কার্যক্রম অব্যাহত রাখতে ব্র্যাক কর্তৃপক্ষকে আহবান জানান।  

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর ওয়াফা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক এরাইজ প্রকল্পের সহকারী পরিচালক বাছিরা আক্তার। প্রকল্পের সার্বিক কার্যক্রমের তথ্য চিত্র উপস্থাপন করেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমন্বয়কারী ফারজানা পারভীন।

সভায় বক্তব্য দেন রাসিকের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মহসিন আলী। উন্মুক্ত আলোচনায় অংশ নেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কমিউনিটি অর্গানাইজার পিংকি খাতুন, সিএইচডিএফের চেয়ারপারসন সামিয়া হক,  সিডিও সভাপতি রোজিনা খাতুন, সিডিও সেক্রেটারী রুবিনা বেগম, মুক্তা, সীমা আক্তার।    

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ ও ব্র্যাক বিশ^বিদ্যালয়ের যৌথ আয়োজনে এ সভার আয়োজন করে। 

ব্র্যাকের এরাইজ প্রকল্পের ফোকাল পারসন আব্দুল্লাহ নাঈম সাকিবের সঞ্চালনায় সভায় রাসিকের স্বাস্থ্য কর্মকর্তা তরিকুল ইসলাম বনি, উম্মুল খায়ের ফাতিমা, টাউন প্ল্যানার বনি আহসান, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ মোঃ আরিফুল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, ব্র্যাক ইউডিপি প্রোগ্রামের মনিটরিং অফিসার দীপক চক্রবর্তী, ব্র্যাক ইউডিপি,  এরাইজ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময় / এএইচ