২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৩৬:৩৪ অপরাহ্ন


রাজশাহী মহানগরীতে চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার, গ্রেফতার- ২
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১২-০২-২০২৪
রাজশাহী মহানগরীতে চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার, গ্রেফতার- ২ রাজশাহী মহানগরীতে চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার, গ্রেফতার- ২


রাজশাহী মহানগরীতে স্বর্ণ চুরির ঘটনায় চোরাই স্বর্ণ উদ্ধার-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২ টায় রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে অপর আসামি জনিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ ভরি ৬ আনা স্বর্ণ ও ৫ ভরি ৩ আনা রূপার অলংকারাদী উদ্ধার হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ সিয়াম (১৭) সে মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়ার মোঃ ইমদাদুল হকের ছেলে ও মোঃ মাহাবুবুর রহমান জনি (৩৫), সে  একই থানার বসুয়া গ্রামের মোঃ মনির উদ্দিনের ছেলে। 

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিমনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। 

তিনি জানান, মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের মোঃ তাইবুর রহমানের স্ত্রী গত (২০ সেপ্টেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০ টায় সড়ক দুর্ঘটনায় আহত হন। ওই দিন তিনি তার আহত স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে আসেন। স্ত্রীর জন্য ওষুধ কিনতে রাত ৯ টায় তার বাসায় তালা দিয়ে লক্ষীপুর মোড়ে যান। ওষুধ কিনে তার স্ত্রীকে দিয়ে রাত সাড়ে ১২ টায় বাসায় এসে দেখেন তার ঘরের দরজা খোলা ও বাসার জিনিসপত্র এলোমেলো এবং আলমারিও খোলা রয়েছে।  ওই সময় তিনি লক্ষ করেন আলমারি থেকে প্রায় ৭ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণ ও রূপার অলংকার এবং নগদ আড়াই লক্ষ টাকা চুরি হয়েছে। তাইবুর রহমান এ বিষয়ে রাজপাড়ায় থানা একটি অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে রবিবার দিনগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিয়াম ও জনিকে গ্রেফতার করা করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই কাজল কুমার নন্দী, তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রাজিবুল করিম ও সঙ্গীয় ফোর্স। এসময় তাদের কাছ থেকে ৩ ভরি ৬ আনা স্বর্ণ ও ৫ ভরি ৩ আনা রূপার অলংকারাদী উদ্ধার হয়। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। টাকাসহ অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সোমবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।