০৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১১:৩২:২২ অপরাহ্ন


পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রথম মহিলা প্রেসিডেন্ট ক্যাটালিন নোভাক
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১২-০২-২০২৪
পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রথম মহিলা প্রেসিডেন্ট ক্যাটালিন নোভাক ছবি: সংগৃহীত


যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন হাঙ্গেরির প্রথম মহিলা প্রেসিডেন্ট ক্যাটালিন নোভাক। তারপরই বিরোধীদের প্রবল চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি।

২০২২ সালের ১০ মার্চ তিনি নির্বাচিত হন প্রেসিডেন্টের পদে। রবিবার তিনি নিজেই তাঁর পদত্যাগের কথা জানান।

বেশ কিছুদিন ধরেই হাঙ্গেরির বিরোধী দলের কর্মীরা ক্যাটালিনের পদত্যাগের দাবি জানিয়ে প্রতিবাদ করছিল। তারপর, প্রেসিডেন্ট নিজেই তাঁর পদত্যাগের সিদ্ধান্ত আনলেন প্রকাশ্যে।