রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগর ভবনের ৯ম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মোবারক হোসেন।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত মতামত ব্যক্ত করেন শিক্ষিকাবৃন্দ। এ সময় বিদ্যালয়সমূহে উন্নয়নে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ক্রীড়াসামগ্রী প্রদান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সদস্য ও ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ সেবুন নেসা, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ আলফাতুন নেসা, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহাবুবুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ডা: ফরহাদ উদ্দীন, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, ফুড এন্ড স্যানিটেশন অফিসার আরিফুল হক, শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ ও শিক্ষা শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।