২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০২:৪৩:২৯ পূর্বাহ্ন


জয়ী নওয়াজ, ইমরানকে পিছন ফেলে এগিয়ে গেল তাঁর দলও
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-০২-২০২৪
জয়ী নওয়াজ, ইমরানকে পিছন ফেলে এগিয়ে গেল তাঁর দলও ছবি: সংগৃহীত


বৃহস্পতিবার ভোটগ্রহণের পরই শুরু হয়ে গিয়েছিল পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনা। তবে, রাতে গণনা প্রক্রিয়ায় বেশ দেরি হয়েছে।

শুক্রবার ভোরে প্রথম ফল প্রকাশ করে পাক নির্বাচন কমিশন। তারপর থেকে এক এক করে পাকিস্তানর বিভিন্ন আসনের ভোটের ফল সামনে আসছে। ৩৩৬ আসনের পাক সংসদে ২৬৬ জন প্রার্থী সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন। বাকি ৭০টি আসন সংরক্ষিত।

এর মধ্যে, ৬০টি মহিলাদের জন্য এবং ১০টি অমুসলিমদের জন্য সংরক্ষিত। বিধানসভায় প্রতিটি দলের প্রতিনিধিত্বের ভিত্তিতে এই আসনগুলি বরাদ্দ করা হয়। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ন্যূনতম ১৩৩টি আসন প্রয়োজন। আর গণনার শুরুতে এই বিষয়ে অনেক এগিয়ে ছিল ইমরান খানের দল।

তবে, গণনা এগোনোর সঙ্গে সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে, ইমরানের পিটিআই, নওয়ার শরিফের পিএমএল(এন) এবং বিলাবল ভুট্টো-জারদারির পিপিপি দলের মধ্যে।