২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৯:৪৩:৫০ পূর্বাহ্ন


পুলিশ এসআই হত্যা মামলার প্রধান আসামি বাবুল গ্রেফতার
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৪
পুলিশ এসআই হত্যা মামলার প্রধান আসামি বাবুল গ্রেফতার পুলিশ এসআই হত্যা মামলার প্রধান আসামি বাবুল গ্রেফতার


পুলিশ এসআই হত্যা মামলার প্রধান আসামি বাবুলকে নওগাঁর মান্দা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এবং র‌্যাব-২। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর নওগাঁ জেলার মান্দা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামী মোঃ বাবুল হোসেন (৪৫), সে নওগাঁ জেলার চকবিরাম থানার মৃত আব্দুর রহমানের ছেলে। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, নিহত পুলিশ কর্মকর্তা নীলফামারী জেলায় ডিএসবিতে এসআই পদে কর্মরত ছিলেন। সেখান থেকে ০৩ অক্টোবর ২০২৩ তারিখে রাজশাহী জেলা আদালতে সাক্ষ্য দিতে যান। সাক্ষ্য প্রদান শেষে বন্ধু সহ মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফুলবাড়ী উপজেলায় যাওয়ার পথে বিরামপুর সরকারি কলেজ সংলগ্ন তেল পাম্পের সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা নওগাঁ গামী ফারুক পরিবহন নামের এক যাত্রীবাহি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

পরবর্তীতে নিহত পুলিশ কর্মকর্তার পিতা বাদী হয়ে বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিরামপুর থানা পুলিশ আসামি গ্রেফতারের জন্য অধিনায়ক-কে পত্র দিলে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এবং র‌্যাব-২ এর যৌথ আভিযানিক দল আসামীকে গ্রেফতারে তৎপর হয়। আসামি প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করে আতœগোপনে থাকার চেষ্টা অব্যাহত রাখে। পরবর্তীতে (৬ ফেব্রুয়ারি ২০২৪) দুপুর আড়াইটায় নওগাঁ জেলার মান্দা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দিনাজপুর জেলার বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।