২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৪৯:২৮ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জে দেড় কেটি টাকার হেরোইন-সহ মাদক সম্রাট রুবেল গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৬-০২-২০২৪
চাঁপাইনবাবগঞ্জে দেড় কেটি টাকার হেরোইন-সহ মাদক সম্রাট রুবেল গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে দেড় কেটি টাকার হেরোইন-সহ মাদক সম্রাট রুবেল গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ নগরীতে দেড় কেটি টাকার হেরোইন-সহ মাদক সম্রাট মোঃ রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরহরিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়। 

গ্রেফতার মাদক সম্রাট মোঃ রুবেল (২৬), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার ও সদর থানার চরহরিশপুর (ডাক্তার হাজী এর টোলা), এলাকার মোঃ হাসেন আলীর ছেলে।

মঙ্গলবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

র‌্য্যাব জানায়, জিজ্ঞাসাবাদে মাদক সম্রাট রুবেল জানায়, সে ও তার সহযোগী মাদক কারবারী মোঃ আনারুল ইসলাম (৪৫), সে  একই এলাকার মৃত আরশাদ আলীর ছেলে। তারা পরস্পর যোগসাজসে ভারতীয় সীমান্তবর্তী স্থান হতে হেরোইন সংগ্রহ করে আনারুল ইসলামের বসতবাড়ীতে বিক্রয়ের মজুদ রেখেছিলো। গ্রেফতার রুবেলের বসত বাড়ীতে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সহযোগী মাদক কারবারী মোঃ আনারুল ইসলাম বাড়ির বেড়া ভেঙ্গে পালিয়ে যায়।এ সময় তার বসতবাড়ী তল্লাশী করে নিজ শয়ন কক্ষ লেপের নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় দেড় কেজি হেরেইন উদ্ধার করা হয়। যাহার মূল্য দেড় কোটি টাকা। 

এ ব্যপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।