রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নগরভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের আয়-ব্যয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় রাসিক মেয়র বলেন, প্রচলিত আয়ের বাইরে রাসিকের আয় বৃদ্ধিতে নতুন নতুন খাত সৃষ্টি করতে হবে। যা আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশনকে একটি শক্তিশালী মজবুত অর্থনৈতিক ভিত্তিতে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে সবাইকে ভুমিকা রাখতে হবে।
সভায় কমিটির সদস্য ও প্যানেল মেয়র-১ মোঃ নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, সদস্য-সচিব ও বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, উপ-সচিব মোঃ তৈমুর হোসেন, ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ ফরহাদ উদ্দিন, প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ শিমুল, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মোঃ সারোয়ার হোসেন, বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।