২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৪৬:২৭ অপরাহ্ন


মহানগরীর ট্রাক টার্মিনাল ও কাটাখালী বাসস্ট্যান্ড থেকে ৭জন চাঁদাবাজ গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৫-০২-২০২৪
মহানগরীর ট্রাক টার্মিনাল ও কাটাখালী বাসস্ট্যান্ড থেকে ৭জন চাঁদাবাজ গ্রেফতার মহানগরীর ট্রাক টার্মিনাল ও কাটাখালী বাসস্ট্যান্ড থেকে ৭জন চাঁদাবাজ গ্রেফতার


রাজশাহী মহানগরীর শাহমখদুম ট্রাক টার্মিনালে ৪জন ও কাটাখালী বাসস্ট্যান্ড থেকে ৩জন মোট ৭জন চাঁদাবাজ চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মহানগরীর শাহমখদুম থানাধীন শাহমখদুম ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, ভাউচার ও টোকেন উদ্ধার-করাসহ চাঁদা উত্তোলনের নগদ ৬,৮০৫ টাকা এবং ৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শাহমখদুম ট্রাক টার্মিনালের চাঁদাবাজ চক্রের ৪জন মূলহোতারা হলো: মোঃ আক্তারুজ্জামান হেলেন, (৪৯), সে মহানগরীর  কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে, মোঃ আঃ রাজ্জাক (৪৭), সে মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকার মৃত এমাজ উদ্দিনের ছেলে, মোঃ আঃ কুদ্দুস (৫৫), সে মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় মৃত আমির আলীর ছেলে, মোঃ মিন্টু (৩৬), সে মহানগরীর বিমানবন্দর থানার ভোলাবাড়ী (বায়া) এলাকার মৃত ছলিম উদ্দিন সরকারের ছেলে।

কাটাখালী এলাকার চাঁদাবাজ চক্রের ৪জন মূলহোতারা হলো: মোঃ আশরাফুল ইসলাম (৩২), সে মহানগরীর বেলপুকুর থানার বেলপুকুরিয়া গ্রামের মাহবুব আলমের ছেলে, মোঃ মানিক (৩৮), সে পুঠিয়া থানার নামাজগ্রামের মোঃ জাফ্ফার মন্ডলের ছেলে, ও মৃত এমাজ উদ্দিনের ছেলে মোঃ দুরুল হুদা (৩৮)। 

সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা একটি চাঁদাবাজ চক্র। যদি কোন পণ্যবাহী ট্রাক চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময় তাদেরে হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা  মারধর এবং গাড়ী ভাংচুর করে।

গ্রেফতার চাঁদাবাজদের বিরুদ্ধে মহানগরীর শাহমখদুম ও কাটাখালী থানায় পৃথক ভাবে চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে।