২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৪০:৪৫ অপরাহ্ন


নগরীতে বিপুল পরিমান হেরোইন ও ট্যাপেন্টাডল-সহ ২জন মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৪-০২-২০২৪
নগরীতে বিপুল পরিমান হেরোইন ও ট্যাপেন্টাডল-সহ ২জন মাদক কারবারী গ্রেফতার নগরীতে বিপুল পরিমান হেরোইন ও ট্যাপেন্টাডল-সহ ২জন মাদক কারবারী গ্রেফতার


রাজশাহী মহানগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ২জন মাদক কারবারী গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে পবা থানার বাগধানী মোড় খামার পাড়া এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইন-সহ নাইমুর রহমান দিপ্তকে গ্রেফতার করে এসআই কাজী জাকারিয়া ও সঙ্গীয় ফোর্স। একই রাতে মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকা থেকে ৭০০ পিস ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী ইকবালকে গ্রেফতার করে এসআই সালেকুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত মাদক কারবারী মোঃ নাইমুর রহমান দিপ্ত (২৪), সে মহানগরীর পবা থানার দুয়ারি গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে। (সে বর্তমান বাগধানী খামার পাড়া এলাকায় বসবাস করে) ও মোঃ ইকবাল হোসেন (৪৬), সে মহানগরীর বেলপুকুর থানার বড়ধাদাশ গ্রামের ডাঃ মোঃ ইয়াকুব আলীর ছেলে। (সে বর্তমান রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এরাকায় বসবাস করে)। 

রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। 

এ ব্যপারে গ্রেফতার দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। 

রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।