২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:৩২:০৭ পূর্বাহ্ন


এক বাক্যে ইসলামের যে পরিচয় দিলেন রাসুল (সা.)
ধর্ম ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২৪
এক বাক্যে ইসলামের যে পরিচয় দিলেন রাসুল (সা.) ফাইল ফটো


সুফিয়ান ইবনে আবদুল্লাহ আস-সাকাফী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসুল! আপনি আমাকে ইসলামের এমন একটি চূড়ান্ত কথা বলে দিন, যে সম্পর্কে আপনার পরে; অপর এক বর্ণনায় আছে, আপনি ছাড়া’ আমাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে না হয়। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, বলুন, আমি আল্লাহর ওপর ঈমান এনেছি’ তারপর এ ঘোষণায় দৃঢ় থাকুন। ( সহিহ মুসলিম: ৩৮)

এ হাদিস থেকে বোঝা যায়, ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহর ওপর দৃঢ় ইমান। কেউ যদি আল্লাহর ওপর ইমান আনে ও ইমানের ওপর দৃঢ় থাকে, তাহলে ইসলামের অন্যান্য বিধি-নিষেধ পালন করা তার জন্য সহজ হয়ে যায়। কারণ অন্তরে যখন দৃঢ় ইমান থাকে, মানুষ গুনাহ করতে পারে না। আল্লাহর কোনো ফরজ বিধান পালনে অবহেলা করতে পারে না। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যার মধ্যে ইমান আছে, সে ব্যাভিচার করতে পারে না, যার মধ্যে ইমান আছে সে মদ্যপান করতে পারে না, যার মধ্যে ইমান আছে, সে চুরি করতে পারে না, যার মধ্যে ইমান আছে, সে জনসমক্ষে ছিনতাই করতে পারে না। (সহিহ বুখারি: ২৪৭৫)

ইমানের প্রতিদান জান্নাত। ইমানদার ব্যক্তি জান্নাতে যাবেই। ইমানদারের কোনো গুনাহ থাকলে ওই গুনাহের শাস্তি ভোগ করার পর এক সময় সে জান্নাতে যাবে অথবা আল্লাহ অনুগ্রহ করে তার গুনাহ মাফও করে দিতে পারেন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যাক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বলবে এবং এ বিশ্বাস নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, আল্লাহ তার ওপর জাহান্নাম হারাম করে দেবেন। (সহিহ বুখারি: ৫৯৮০)