২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:০৬:০৪ অপরাহ্ন


ভোলাহাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ গ্রেফতার কুখ্যাত ডাকাত সর্দার আলম
মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৪
ভোলাহাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ গ্রেফতার কুখ্যাত ডাকাত সর্দার আলম ভোলাহাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ গ্রেফতার কুখ্যাত ডাকাত সর্দার আলম


ভোলাহাটের কুখ্যাত ডাকাত সর্দার আলমকে শিবগঞ্জ ও ভোলাহাট থানার মধ্যবর্তী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ফেনসিডিল-সহ গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-১।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ফতেপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত সর্দার আলমের দেয়া তথ্য অনুযায়ী বাড়ীর আদূরে একটি গম ক্ষেতের মধ্যে গাছের ডাল-পালা দিয়ে ঢাকা ৬৮১ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার কুখ্যাত ডাকাত সরদার নুর আলম, সে চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন মিরপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ ব্যপারে ডাকাত সর্দার আলমের বিরুদ্ধে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ডাকাত সর্দার আলমের বিরুদ্ধে পূর্বে ১টি হত্যা মামলা, ১টি ডাকাতি মামলা, ১টি মারামারী মামলা ও একটি বিস্ফোরক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে স্থানীয় লোকজন সন্তোষ প্রকাশ করেছে বলেও জানায় র‌্যাব।

জেলার ভোলাহাট থানায় মামলা রুজু করা হয়েছে।