তোষাখানা মামলায় ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। বুধবার এ রায় ঘোষনা করেন আদালত।
এর আগে মঙ্গলবার সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছিল আদালত।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ , বিভিন্ন দেশ থেকে পাওয়া মহার্ঘ উপহার সামগ্রী তিনি অল্প টাকায় কিনে নিয়ে বেশি দামে বিক্রি করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে সরকারি তদন্ত রিপোর্ট প্রকাশের পরই পাকিস্তানের নির্বাচন কমিশন তাঁর জাতীয় সংসদের সদস্য পদ বাতিল করে দিয়েছিল। এই মামলায় এর আগেও জেল খেটেছেন ইমরান খান।
একাধিক মামলার জেরে এখন জেলবন্দি রয়েছেন ইমরান। গত বছর ডিসেম্বর মাসে ইমরান এবং কুরেশিকে জামিন দিয়েছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। তবে জামিন পেলেও তাঁর বিরুদ্ধে দায়েরকৃত অন্য মামলাগুলির জন্য জেলেই ছিলেন ইমরান খান।