২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩৪:৩৪ অপরাহ্ন


রাজশাহী নগরীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে অনুদানের চেক বিতরণ
মাসুদ রানা রাব্বানী:
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৪
রাজশাহী নগরীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে অনুদানের চেক বিতরণ


বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (অসকস) রাজশাহী জেলা শাখার অর্থায়নে এক শো ১১জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে ৭ লাখ ৩৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও অসকস’র রাজশাহী জেলা শাখার প্রধান উপদেষ্টা শামীম আহমেদ।

এসময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (অসকস) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অসকস’র রাজশাহী জেলা শাখার চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলী।

উল্লেখ্য, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (অসকস) রাজশাহী জেলা শাখার আয়োজনে শিক্ষাবৃত্তি হিসেবে ২০ জনকে ১ লাখ ৩৯ হাজার ২০০ টাকা, এককালীন অনুদান হিসেবে ৪৫ জনকে ২ লাখ ২৫ হাজার টাকা এবং জরুরী চিকিৎসা, মেয়ের বিয়ে ও প্রাকৃতিক দুর্যোগের সাহায্য অনুদান হিসেবে ৪৩ জনকে ৩ লাখ ১ হাজার টাকার এবং বিশেষ চিকিৎসা বাবদ ৩ জনকে ৭০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।