২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪৩:৪২ অপরাহ্ন


পত্নীতলায় বাল্য বিবাহ, মাদক ও মানব পাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২৯-০১-২০২৪
পত্নীতলায় বাল্য বিবাহ, মাদক ও মানব পাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পত্নীতলায় বাল্য বিবাহ, মাদক ও মানব পাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত


পত্নীতলায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বাল্য বিবাহ, মাদক, মানব পাচার প্রতিরোধে সোমবার জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার কার্যালয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, জাতীয় মহিলা সংস্থার ট্রেনার বিলকিস বেগম সহ সূধীজন প্রমূখ।