ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর পাটাতনের ভিতর অভিনব কায়দায় বিপুল পরিমান ফেনসিডিল পাচারকালে মোঃ জাহাংগীর ইসলাম (৪৩), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রবিবার (২৮ জানুয়ারী) দিনগত রাত পৌনে ১০টায় রাজশাহীর পুঠিয়া থানার গোন্ডগোহলী ইউপির অন্তর্গত নিমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ভ্যানের পাটাতনের ভিতর থেকে ১৯৯ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ জাহাংগীর ইসলাম (৪৩) সে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নামাটোলা গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী জাহাংগীর ইসলাম জানায়, অভিনব কায়দায় ভ্যানগাড়ীর পাটাতনের ভেতেরে করে ফেনসিডিল বিμয়ের উদ্দেশ্যে চাপাইনবাবগঞ্জ হতে রাজশাহীর পুঠিয়া থানা এলাকায় এসেছিলো। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।