২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৪:৫৫:১৭ পূর্বাহ্ন


নাচোলে থানা হতে ৪টি ওয়ান শুটারগান উদ্ধার
মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২৪
নাচোলে থানা হতে ৪টি ওয়ান শুটারগান উদ্ধার নাচোলে থানা হতে ৪টি ওয়ান শুটারগান উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জেন নাচোলে পরিত্যাক্ত অবস্থায় ৪টি উদ্ধার করেছে র‌্যাব-৫।

সোমবার (২২ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন চন্দনা ঈদগাহ মাঠ এলাকায় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (২৩ জানুয়ারী) র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন নাচোল টু গোমস্তাপুরগামী পাঁকা রাস্তার ১০০ গজ উত্তর দিকে চন্দনা (ঈদগাহ মাঠ) গ্রামস্থ জনৈক শামীমের সরিষা ক্ষেতের পূর্ব দিকে ১টি হলুদ রংয়ের শপিং ব্যাগের ভিতর অবৈধ অস্ত্র পরিত্যক্ত অবস্থায় আছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌছে শপিং ব্যাগের ভিতরে থাকা ৪ টি ওয়ান শুটারগান উদ্ধার করে। 

এ ব্যপারে অবৈধ ওয়ান শুটারগান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।