২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৪:৪৬:৫০ পূর্বাহ্ন


রাবিতে স্বজন'র উদ্যোগে এতিম বাচ্চাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৪
রাবিতে স্বজন'র উদ্যোগে এতিম বাচ্চাদের মাঝে শীতবস্ত্র বিতরণ রাবিতে স্বজন'র উদ্যোগে এতিম বাচ্চাদের মাঝে শীতবস্ত্র বিতরণ


এতিমখানা হা-ফিজিয়া মাদ্রাসার বাচ্চাদের ও দুস্থ অসহায় শীতার্তদের মাঝে ১০০ শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'স্বজন'।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেন।

রাজশাহীর জামালপুর হা-ফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স, দাওয়াতুল ইসলাম শিশুসদন এতিমখানা, রাজশাহীর সাহেব বাজারে ভাসমান শীতার্ত ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতদরিদ্র শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন সংগঠনটি।

সাথী আক্তারের সঞ্চালনায় স্বজনের উপদেষ্টা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন মাতিন বলেন, এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলে আশা করি এবং আমি এই সংগঠনের সফলতা কামনা করছি। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ বলেন, স্বজন ধারাবাহিকভাবে বেশ ভালো কার্যক্রম করে আসছে। নিয়মের মধ্যে থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চভাবে ছাত্র-উপদেষ্টা কার্যালয় স্বজন এর পাশে থাকবে। 

ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জি. এম. শফিউর রহমান বলেন, স্বজন যদিও স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন তবুও স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। স্বজন ২০০২ সাল থেকে যেভাবে মানুষের জন্য কাজ করে আসছে তাতে আমি মনে করি স্বজন একুশে পদকের মতো রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মো. নুরনবী ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলের সাবেক উপ-প্রধান চিকিৎসক, স্বজন'র উপদেষ্টা ডা. নাদিরা বেগম। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, বিভিন্ন হল কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।