রাজশাহীর বাঘায় পৌর সদরে মিথিলা খাতুন (১৭) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জানুয়ারি) রাত্রি সাড়ে ১১টার দিকে শয়ন কক্ষ হতে লাশটি উদ্ধার করা হয়। সে বাঘা পৌরসভার ৫ নং ওয়ার্ড উত্তর মিলিক বাঘা গ্রামের মেহেদী হাসানের মেয়ে। সে রাজশাহীর একটি কলেজে পড়াশোনা করতো।
স্থানীয়রা জানায়, মিথিলার মা-বাবা দুজনই বাহিরে থাকে। এদিন রাত্রি ১১টার দিকে মিথিলার খালা খাবারের জন্য অনেক ডাকা ডাকি করে। কিন্তু মিথিলার কোন সাড়া শব্দ না পেয়ে পরে ৯৯৯ কল দিয়ে পুলিশ কে অবগত করে তারা। পুলিশ ঘটনা স্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় ঘড়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে ।
অপরদিকে রোববার ( ২১ জানুয়ারী) বিকেল চারটার দিকে তুহিন (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে। সে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মনির হোসেনের ছেলে। ওই গ্রামের রিপন আলি জানান, তুহিন ঋণগ্রস্ত ছিলেন। হয়ত ঝনের চাপে সে আত্বহত্যা করতে পারে ।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, তুহিনের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে আর মিথিলার লাশটি ময়না তদন্তের জন্য রোববার (২১ জানুয়ারী) সকালে রামেক হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানায় পৃথক পৃথকভাবে ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।