চাঁপাইনবাবগঞ্জে মাটির নীচে থেকে ৫কোটি ১০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারী মোছাঃ রোকসানা (৩৮) গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার নারী মাদক কারবারী মোছাঃ রোকসানা (৩৮), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরকোদালকাটি শান্তিপাড়া গ্রামের মোঃ আলমের স্ত্রী। তার পিতার নাম: মোঃ ইব্রাহিম।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোর পৌনে ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরকোদালকাটি শান্তিপাড়া এলাকায় নারী মাদক কারবারী রোকসানা তার বসত বাড়ীতে বিপুল পরিমান হেরোইন বিক্রির জন্য মওজুত করেছে। এমন তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ীতে অভিযান চালায় র্যাব-৫। এ সময় তার বসতবাড়ীর বাহিরের আঙ্গিনায় খড়ের স্তূপের নীচে বিশেষ কায়দায় মাটির নীচে ২ ফিট গভীরে পুতে রাখা অবস্থায় ৫কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যাহার অনুমানিক মূল্য ৫ কোটি ১০ লাক্ষ টাকা।
জিজ্ঞাসাবাদের জানা যায়, তার বাড়ী সীমান্তবর্তী এলাকায়। তাই সে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে খুব সহজেই হেরোইন সংগ্রহ করে নিজের বাড়িতে মওজুত করে। পরে সময় সুযোগ বুঝে কৌশলে ১জন ব্যক্তির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী জেলার বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবারহ করে।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারী রোকসানার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।