২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৭:৩৮:৩৬ পূর্বাহ্ন


মোহনপুরে হেরোইন-সহ গ্রেফতার - ৩
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৬-০১-২০২৪
মোহনপুরে হেরোইন-সহ গ্রেফতার - ৩ মোহনপুরে হেরোইন-সহ গ্রেফতার - ৩


রাজশাহী মোহনপুরে  রাজশাহীর ৫০ গ্রাম হেরোইন-সহ ৩জন গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৫ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১১টায়  রাজশাহীর মোহনপুর থানাধীন মহিষকুন্ডি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো:  মোঃ মোস্তাক হোসেন (৩৫), সে মোহনপুর থানার ঘাসিপুর গ্রামের মোঃ মোন্তাজ আলীর ছেলে, মোঃ সুমন হোসেন (২০), সে একই গ্রামের মোঃ ইন্তাজ আলীর ছেলে  ও মোছাঃ জেসমিন আক্তার (৩৫), সে  তানোর থানার ঠাকুরপুকুর মধ্যপাড়া গ্রামের মোঃ উজ্জল মিয়ার স্ত্রী।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে রাজশাহীর মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।