বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর উদ্যোগে রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সার্ভিল্যান্স কার্যক্রমের মাধ্যমে নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলির সিএম লাইসেন্স গ্রহণ/নবায়নের আবেদন এবং পরীক্ষণের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারী) সকালে বাঘা উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
কামাল বেকারি, বাঘা বাসস্ট্যান্ড, বাঘা, রাজশাহীর বিস্কুট পণ্যের আবেদন নেওয়া হয়েছে।
প্রত্যাশা মিষ্টান্ন ভাণ্ডার, পুরাতন বাসস্ট্যান্ড, বাঘা, রাজশাহীর ফা: মিল্ক (দই) পণ্যের আবেদন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
জেসমিন বেকারি, সাজিপাড়া, বাঘা, রাজশাহীর বিস্কুট পণ্যের আবেদন নেওয়া হয়েছে।
ঈসা মিষ্টি বাড়ি, মনিগ্রাম বাজার, বাঘা, রাজশাহীর ফা: মিল্ক (দই) পণ্যের আবেদন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানী বেকারি, মনিগ্রাম, বাঘা, রাজশাহীর বিস্কুট পণ্যের আবেদন নেওয়া হয়েছে।মায়ের দোয়া বেকারি, বাকড়া বাজার, বাঘা, রাজশাহীর বিস্কুট পণ্যের আবেদন নেওয়া হয়েছে।
রুমানা ফুড প্রোডাক্ট, আড়ানী, বাঘা, রাজশাহীর বিস্কুট পণ্যের আবেদন নেওয়া হয়েছে।
লামিয়া বেকারি, আড়ানী পৌড় বাজার, বাঘা, রাজশাহীর বিস্কুট পণ্যের আবেদন নেওয়া হয়েছে।
টপটেন এগ্রো ফুড এন্ড বেভারেজ লি:, কাপাসিয়া, চৌমুহনী, কাটাখালি, রাজশাহীর চানাচুর পণ্যের নমুনা পরীক্ষণের জন্য সংগ্রহ করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলিকে উৎপাদিত পণ্যের মান সর্বদা সংশ্লিষ্ট বাংলাদেশ মানের সমপর্যায়ে রেখে উৎপাদন, বিক্রয় ও বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে।
ওই অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর কর্মকর্তা এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।